সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ডা. বিধান রঞ্জন রায়কে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাবাসীর অভিনন্দন 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ডা. বিধান রঞ্জন রায়কে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাবাসীর অভিনন্দন 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার কৃতি সন্তান ডা. বিধান রঞ্জন রায়কে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মনোনিত করায় ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই হাওরবেষ্টিত ভাটি এলাকার মানুষ আজ তার মতো সূর্য সন্তান পেয়ে গর্বিত। 

১৯৬৩ সালে সুনামগঞ্জের মধ্যনগর বাজারে জন্মগ্রহণ করেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবি.বিএস সম্পন্ন করেন।

ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল বলেন, ডা. বিধান রঞ্জন রায়কে আমি ব্যক্তিগত ভাবে চিনি, তিনি অত্যান্ত সৎ পরিছন্ন ও মেধাবী এবং গরীব অসহায় মানুষের সেবা করতেন। আজ উনার জন্য ধর্মপাশা ও মধ্যনগরের মানুষ গর্বিত ও আনন্দিত। আমার পক্ষ থেকে দাদার জন্য অভিনন্দন ও শুভকামনা রইল। 

মধ্যনগর ইউপির সাবেক চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার বলেন,  ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ায় আজ আমরা গর্বিত, এই উপজেলাবাসীর পক্ষ থেকে জানাই  প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।

টিএইচ